Select Page

গিয়াস উদ্দিম সেলিমের নতুন ছবিতে চঞ্চল, থাকছেন সিয়ামও

গিয়াস উদ্দিম সেলিমের নতুন ছবিতে চঞ্চল, থাকছেন সিয়ামও

২০০৯ সালে মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী জুটির ‘মনপুরা’। জনপ্রিয়তার বিচারে স্থান করে নেয় শীর্ষ আয়ের সিনেমার তালিকায়। এমন সফলতার ১০ বছর পর আবারও সেলিম-চঞ্চল জুটি হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। তাদের সঙ্গে যুক্ত হলেন এই প্রজন্মের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বাংলা ট্রিবিউনকে।ছবির  নায়ক চঞ্চল বলেন, ‘‘দুটি ছবি নিয়ে আলোচনা চলছে। নিশ্চয়ই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আমি এ বিষয়ে আগাম কিছু বলব না। কারণ প্রযোজক-নির্মাতারাই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ সম্মেলন করবেন।’

সংবাদমাধ্যমটি আরো জানায়, চঞ্চল চৌধুরীর হাতে থাকা দুটি ছবির একটি নির্মাণ করছেন গিয়াস উদ্দিন সেলিম, এটুকু স্পষ্ট।

এ প্রসঙ্গে  সেলিম বলেন, ‘আসলে এরকম একটা বিষয় ঘটতে যাচ্ছে। তবে ঘটার আগে আমি কিছু বলতে চাই না। এটা আমার পুরনো অভ্যাস।’

অন্য একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবিটির জন্য এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নবাগতা একজন নায়িকা।সূত্র আরও জানিয়েছে, আগস্টের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হওয়ার প্রক্রিয়া চলছে, তখনই মূলত পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন সংশ্লিষ্টরা।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares