Select Page

গুজবে কান দিতে মানা…

গুজবে কান দিতে মানা…

ferdousফেরদৌসের কারণে আটকে আছে নবাগত পরিচালক মিনহাজ অভির ‘মেঘকন্যা’। এমন অভিযোগ এনে সম্প্রতি খবর প্রকাশ হয়েছে অনলাইনে। ফেসবুকে পুরো বিষয়টি অস্বীকার করেছেন নায়ক-নির্মাতা দুজনই।

ফেরদৌস ফেসবুকে লেখেন, “মেঘকন্যা’ সিনেমা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন আমি, ছবির নায়িকা রুবিনা বা ছবির পরিচালক মিনহাজকে নিয়ে। দেখুন একটা ছবির পিছনে অনেক টাকা লগ্নি করতে হয়। ব্যাপার শুধু সেটা না, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে, কাস্টিং থেকে শুরু করে মানসম্মত অভিনয় সব কিছুই। সব কিছু ঠিক রেখে একজন পরিচালককে ছবিটা রিলিজ করতে হয়, সময় তো লাগবেই। তাই সবাইকে বলছি, ‘মেঘকন্যা’ সিনেমাকে নিয়ে কেউ কোন গুজবে কান দিবেন না।”

অন্যদিকে মিনহাজ অভি লেখেন, ‘ভাল সিনেমা নির্মাণ করলে সময় লাগবে এটা স্বাভাবিক। মেঘকন্যার কাজ থেমে থাকেনি, এগিয়ে যাচ্ছে আপন মনে।’

এ নির্মাতা রাইজিংবিডিকে বলেন, ‘চলতি মাসের ২২ আগস্ট ঢাকার লালবাগ কেল্লা, আহসান মঞ্জিলসহ বিভিন্ন স্থানে রোমান্টিক কিছু দৃশ্যের শুটিং করা হবে। এতে ফেরদৌস ও রুবিনা অংশ নেবেন। এ লটের শুটিং চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এর পরে কুয়াশার দৃশ্যের জন্য শীতে ছবির বাকি অংশের শুটিং করা হবে।’

‘মেঘকন্যা’য় একটি আইটেম গানে চিত্রনায়িকা মুনমুনকে দেখা যাবে। গত বছরের ৭ নভেম্বর এ ছবির শুটিং শুরু করা হয়। এর সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল।


মন্তব্য করুন