Select Page

গুরুর অনুরোধে মৌসুমীর গান

গুরুর অনুরোধে মৌসুমীর গান

mousumi-sohan

শুধু নায়িকাই নন, গায়িকা হিসেবেও মৌসুমীর পরিচিতি রয়েছে। তবে অভিনয় ব্যস্ততার কারণে গায়িকরূপে তাকে খুব একটা পাওয়া যায় না।

দীর্ঘ বিরতির পর এবার আবারো প্লেব্যাকে কণ্ঠ দিলেন মৌসুমী। সোহানুর রহমান সোহান পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’-এ শিরোনাম গানে কণ্ঠ দিলেন তিনি।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সোহান ভাইয়ের ছবির মধ্য দিয়েই আমার বড়পর্দায় আসা। তাই গুরুর অনুরোধেই গানটি করা। জানি না কেমন হয়েছে। শ্রোতাদের সাড়ার অপেক্ষায় আছি।’

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে পর্দায় পা রাখেন মৌসুমী। এরপর এ নির্মাতা-নায়িকা জুটিকে অনেক সিনেমায় পাওয়া গেছে।

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন