Select Page

গুলজার-খোকনের নেতৃত্বে আবারও পরিচালক সমিতির

গুলজার-খোকনের নেতৃত্বে আবারও পরিচালক সমিতির

# পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি গুলজার ও মহাসচিব নির্বাচিত হলেন খোকন
# ১৯ পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল
# এবার ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন প্যানেল বিজয়ী হয়েছে। ১৯ পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছেন বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।

সভাপতি গুলজার ও মহাসচিব নির্বাচিত হলেন খোকন। আগের মেয়াদেও তারা একই দায়িত্ব পালন করেন।

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে এক ঘণ্টা বিরতির পর প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে ভোট গণনা শুরু হয়।

নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে নতুন নেতৃত্বের জন্য দুটি প্যানেলে লড়েছেন ৩৮ জন প্রার্থী।

কমিশন সূত্র জানায়, ৩৬২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩১৯টি। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া চমৎকার পরিবেশে সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন পরিচালকেরা।

এবার দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। অন্য প্যানেল থেকে সভাপতি পদে বাদল খন্দকার এবং মহাসচিব পদে বজলুর রাশেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। পরিচালক সাফিউদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহাসচিব পদে নির্বাচন করেছেন।

সূত্র : দেশ রূপান্তর


মন্তব্য করুন