গোপনে মুক্তি পেল কলকাতার ছবি, ‘রাত্রির যাত্রী’ পরিচালকের অভিযোগ
# অনেক গণমাধ্যমে খবর এসেছিল ৭ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘গার্লফ্রেন্ড’, কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়াই কলকাতার সঙ্গে একইদিন মুক্তি পেয়েছে ‘আমি শুধু তোর হলাম’
# আমদানিকারকের ইচ্ছা প্রথম সপ্তাহে নাম মাত্র হলে মুক্তি দিলেও পরের সপ্তাহে বেশি হলে ছড়িয়ে দেবেন
# একে দেশীয় সিনেমা ‘রাত্রির যাত্রী’র গতিরোধের চেষ্টা বলে উল্লেখ করেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব
# এর আগেও দেখা গেছে দেশের বড় তারকাদের সিনেমা মুক্তি পেলেই, সাথে জুড়ে যাচ্ছে কলকাতার সিনেমা
সাফটা চুক্তির আওতায় ৩০ নভেম্বর মুক্তি পেয়েছিল কলকাতার ছবি ‘ভিলেন’। এরপর ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে আরেক ছবি ‘গার্লফ্রেন্ড’। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, একইদিন একেবারেই গোপনে মুক্তি পেয়েছে কলকাতার আরেক ছবি ‘আমি শুধু তোর হলাম’। তাও আবার কলকাতার সঙ্গে একই দিনে। এ নিয়ে ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছেন ১৪ ডিসেম্বর মুক্তি প্রতীক্ষিত ‘রাত্রির যাত্রী’ সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
বাংলাদেশে ‘আমি শুধু তোর হলাম’ মুক্তি দিয়েছে কামাল ফিল্ম সেন্টার। প্রতিষ্ঠানটির কর্ণধার ইব্রাহিম কামাল চ্যানেল আই অনলাইনকে জানান, ৫ ডিসেম্বর বাংলাদেশের সেন্সর থেকে ছবিটি ছাড়পত্র পেয়েছে। এই ছবির বিনিময়ে কলকাতায় যাচ্ছে ‘আপন মানুষ’ ছবি।
কামাল ফিল্ম সেন্টার এবারই প্রথম বাংলাদেশে ছবি আমদানি করেছে। প্রতিষ্ঠানটির কর্ণধারের ভাষ্য, কলকাতায় মুক্তির পর বাংলাদেশে মুক্তি পেলে ছবি মানুষ দেখতে চায় না। ইউটিউব কিংবা বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেজন্য কলকাতার সঙ্গে একযোগে মুক্তি দিয়েছি।
শুরুতে ঢাকার রাজিয়াসহ কয়েকটি হলে প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে ‘আমি তোর হলাম’। এতো গোপনীয়তা রক্ষা করে কেন ছবি মুক্তি দিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে আমদানি করে ছবি মুক্তি দিলে বিভিন্ন দিক থেকে বাঁধা আসে। সেজন্য তড়িঘড়ি করে মুক্তি দিয়েছি।
সুব্রত হালদার পরিচালিত ‘আমি শুধু তোর হলাম’ ছবিতে অভিনয় করেছেন সোহম, ভিক্টর ব্যানার্জী, রনবীর, বিশ্বনাথ বসু। ছবিটি প্রযোজনা করেছেন কলকাতার প্রিন্সেস আর্ট প্রোডাকশন।
এদিকে ১৪ ডিসেম্বরে মুক্তির মিছিলে রয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’। তিনি আশঙ্কা করছেন, প্রথম সপ্তাহে নাম মাত্র হলে মুক্তি দিলেও পরের সপ্তাহে বেশি হলে মুক্তি পাবে ‘আমি তোর হলাম’। যা তার ছবিকে ক্ষতিগ্রস্ত করবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন,
“রাত্রির যাত্রীর গতিরোধ করার চেষ্টা
প্রিয় সহযাত্রী বন্ধুরা, রাত্রির যাত্রীর মিট দ্য প্রেসে যে শঙ্কার কথা বলেছিলাম সে শঙ্কার বাস্তবায়ন দেখেছি। বিজয়ের মাসে ভিনদেশের চলচ্চিত্র মুক্তি দেয়া হচ্ছে আগেরদিন অনুমোদন নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুমতি নিয়ে কোনরকম প্রস্তুতি ছাড়াই কাল শুক্রবার ছবিটি মুক্তি দিতে যাচ্ছে একটি গোষ্ঠী। যেনতেনভাবে কয়েকটি হলে প্রতারণামূলকভাবে ছবিটি মুক্তি দিয়ে তারা ১৪ ডিসেম্বরকে টার্গেট করেছে। সেদিন পুরনো ছবি হিসাবে মুক্তি দিতে চায় আমদানীকৃত এ ছবি। যাতে করে তারা আগামী ১৪ ডিসেম্বর আমাদের কষ্টের ছবি, ভালোবাসার ছবি, ত্যাগের ছবি ‘রাত্রির যাত্রী’র যাত্রা ব্যহত করতে পারে। আমি আহবান জানাই প্রিয় সহযাত্রী বন্ধুরা, প্রিন্ট, অনলাইন, অফলাইন, টেলিভিশনসহ সকল সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন শ্রেণী পেশার বন্ধুরা এবং সকল দেশবাসীরা এ সময়ে ঐক্যবদ্ধ থাকবেন, বরাবরের মত আমাদের পাশে থাকবেন।
বন্ধুরা, এ ছবি আমাদের নয়, এ ছবি আপনার, এ ছবি আমাদের সকলের। এ ছবি আমাদের স্বপ্নের ছবি, এ ছবি বড় কষ্ট করে আমরা নির্মাণ করেছি। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ এ ছবির চর্চা করেছি। অনেক ত্যাগ করতে হয়েছে আমাদের, ছবিটির সংশ্লিষ্ট সকলকে। এত কষ্টের ছবি যখন মুক্তি পেতে যাচ্ছে তখন এমন কর্মকান্ডে আমরা ব্যথিত।
এ সময়ে আমরা আমাদের বন্ধুদের পাশে চাই। আমি চাই আপনারা প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি বিজয়ের মাসে বাংলাদেশী মৌলিক সিনেমার পাশে থাকবেন।
একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা, কোন জাতীয় উৎসবে যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস ইত্যাদিতে ভিনদেশী কোন চলচ্চিত্র মুক্তি দেয়ার বিধান নেই। তাহলে কি করে ভিনদেশের ছবি এ মাসে মুক্তি পাচ্ছে?”