Select Page

গোপনে ‘শত্রুতা’ করেছেন পরীমনি

গোপনে ‘শত্রুতা’ করেছেন পরীমনি

ডাবিংয়ের জন্য গত তিন মাস আটকে ছিল ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’। আর সেই ছবির ডাবিং দিয়েই ৭ সেপ্টেম্বর আটক-রিমান্ড পরবর্তী কাজে ফিরলেন পরীমনি

‘মুখোশ’-এর ডাবিং নিয়ে কাজে ফিরলেন পরীমনি

এর পাশাপাশি জানা গেল, মজার তথ্য। গত বছর প্রথম লকডাউনের পরপরই বেশ গোপনে ‘শত্রুতা’ নামের একটি সিনেমার শুটিং করেছিলেন এই নায়িকা। যেখানে তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

সিনেমাটির পরিচালক ও প্রযোজক শফিক হাসান এতদিন খবরটি প্রকাশ্যে আনেননি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমরা প্রচারে যেতে চাই না। তাই কাউকেই তথ্য দিইনি। চলতি মাসেই এটি সেন্সরে জমা দেবো।’

পরিচালক দাবি, এ সিনেমার গল্প পরীর সাম্প্রতিক জীবনের সঙ্গেও কিছুটা মেলে। কাকতালীয়ভাবে তাকে এ সিনেমায় গ্রেফতার করা হয় এবং তিনি আবার বীরের বেশে ফিরে আসেন।

গত বছর ঢাকা ও ঢাকার বাইরে সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে বলে জানা গেছে। সেন্সর পেলে আগামী মাসেই সিনেমাটি হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পরিচালকের।

আরও জানা গেছে, নিজের আগামী জন্মদিনের পর অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’র শেষ ধাপের শুটিংয়ে মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী।

শোনা যাচ্ছে, নুসরাত ফারিয়া সরে যাওয়ার পর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে যুক্ত হচ্ছেন পরীমনি।


মন্তব্য করুন