Select Page

গোলাপতলীতে সাইমন-মাহি

গোলাপতলীতে সাইমন-মাহি

saymon-mahi

আরো একটি সিনেমায় যুক্ত হলেন সাইমন সাদিকমাহি। শামীমুল ইসলাম শামীম পরিচালিত সিনেমাটির নাম ‘গোলাপতলীর কাজল’।

বেশ কিছুদিন ধরে সিনেমাটির নাম শোনা যাচ্ছে।  আগেই চুক্তিবদ্ধ হন মাহি। শুক্রবার যুক্ত হলেন সাইমন। শুটিং শুরু হবে ডিসেম্বরে।

সাড়ে তিন বছর আগে মুক্তি পায় এ জুটির ‘পোড়ামন‘। সিনেমাটি বছরের অন্যতম সফল সিনেমা হিসেবে বিবেচিত হয়। এরপর আরো কয়েকটি হিট সিনেমা উপহার দেন মাহি। তবে সাইমনের ক্যারিয়ারে আর কোনো সিনেমা ‘পোড়ামন’কে অতিক্রম করতে পারেনি।

এ জুটির চাহিদা থাকলেও নানা কারণে এতদিন সম্ভব হয়নি। সম্প্রতি তারা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এর কয়েকদিনের মাথায় জানা গেল ‘গোলাপতলীর কাজল’র খবর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares