Select Page

গ্ল্যামারাস অবতার ছেড়ে মাঝির চরিত্রে শাকিব?

গ্ল্যামারাস অবতার ছেড়ে মাঝির চরিত্রে শাকিব?

গত কয়েক বছর ধরে সিনেমার চেয়ে শাকিব খানের লুক নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ছবির গল্প যেমনই হোক শহুরে, রাফ অ্যান্ড টাফ ঝকঝকে চেহারায় দেখা যায় তাকে। এর মাঝে যদি শোনা যায়, গ্রামীণ মাঝির চরিত্রে অভিনয় করছেন শাকিব, তবে?

সাম্প্রতিক ছবিতে শাকিব খান

সবকিছু ঠিক থাকলে তেমনটাই হতে যাচ্ছে। এটা অনেকেরই জানান, নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি নিয়ে এস এ হক অলিক বানাবেন ‘গলুই’। সরকারি অনুদানে তৈরি হবে সেই ছবি।

একাধিক সংবাদমাধ্যম জানায়, এ ছবিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

পরিচালক অলিক বলেন, আমি বর্তমানে ‘গলুই’-এর লোকেশন দেখার কাছে জামালপুর রয়েছি। সেখান থেকে ফিরে শাকিবসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে চুক্তি করবো। ইচ্ছে আছে একটা মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার।

এ ছবিতে শাকিবের বিপরীতে শবনম বুবলি থাকার কথা শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না অলিক। আজিজুল হাকিম ও ফজলুর রহমান ‘গলুই’-এ অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া কুমার বিশ্বজিৎ ও হাবিব ওয়াহিদ ছবিতে গান করবেন।

এ ছবির জন্য প্রযোজক হিসেবে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এটি ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে।

সব কিছু থাকলে এটি শাকিবের ক্যারিয়ারের প্রথম অনুদানের ছবি হতে যাচ্ছে। ‘গলুই’ নিয়ে তিনি বলেন, ‘চমৎকার রোমান্টিক গল্প। এর আগে খসরু আর অলিকের ছবিতে আমার কাজ করা হয়েছে। অলিকের নির্মাণ ও তার ছবির গান অসাধারণ হয়। সবমিলিয়ে ব্যাটে-বলে মিললে ছবিটিতে অভিনয় করতে যাচ্ছি বলা যায়।’

ছবির নাম ‘গলুই’ রাখা হয়েছে নৌকা চালানোর জন্য যে গলুই লাগে তা থেকে।

অলিক বলেন, ছবিতে আমরা বলবো একটি সম্প্রদায়ের কথা। বলবো দেশীয় ঐতিহ্য নৌকা বাইচের কথা, যা এখন বিলুপ্তপ্রায়। তা কীভাবে হারিয়ে যাচ্ছে সে গল্পও তুলে আনার চেষ্টা থাকবে।

ছবির মূল গল্প প্রযোজক খোরশেদ আলম খসরুর। গল্প বিন্যাস করেছেন নির্মাতা অলিক। প্রযোজক জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহরত এবং ওই মাসের মাঝামাঝিতে জামালপুর বা সুনামগঞ্জে এর শ্যুটিং শুরু হবে। ছবিটিতে ইতিমধ্যেই আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু চুক্তিবদ্ধ হয়েছেন।

শাকিব খান এর আগে অলিকের পরিচালনায় ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিতে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন পরী মনি।

২০১৯-২০ বছরেও অনুদানের ‘যোদ্ধা’ নামক ছবি নির্মাণ করার কথা অলিকের। করোনা পরিস্থিতির কারণে ছবিটির শুটিং শুরু করতে পারেননি তিনি। অলিক জানালেন, ‘গলুই’-এর পরপরই ‘যোদ্ধা’র কাজ ধরার ইচ্ছে রয়েছে।


মন্তব্য করুন