Select Page

ঘরে ফিরছেন মাহি

ঘরে ফিরছেন মাহি

mahi-765x510সম্প্রতি প্রকাশ পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও মাহি অভিনীত ‘অগ্নি ২’ চলচ্চিত্রের আইটেম গান ‌‘ম্যাজিক মামুনি’। মুক্তির কয়েকদিনের মাথায় গানটি ইউটিউবে আড়াই লাখ বার দেখা হয়েছে। এবং এ নিয়ে জাজ বিভিন্ন ধরনের প্রচারণার আশ্রয়ও নিচ্ছে। এরই মাঝে গলতে শুরু করেছে জাজ ও মাহির সম্পর্কের বরফ। মাহি ফিরছেন তার ‘ঘর’ ও ‘অভিভাবক’ এর কাছে।

মাসখানেক আগে জাজ মাল্টিমিডিয়া সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদের সব ছবি থেকে মাহিকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। এমনকি বলা হয়, জাজের দরজা মাহির জন্য বন্ধ। এর আগে ও পরে জাজ-মাহি ইস্যু নিয়ে পানি কম ঘোলা হয়নি।

একই সময় শোনা যায় এবার মাহিকে নিয়ে চারটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে ভার্সেটাইল মিডিয়া। ওই হাউসে প্রধানের সঙ্গে মাহি কলকাতা সফরেও যান। সেখানে তারা নায়ক দেবের সঙ্গে মিটিং করেন। কয়েকদিন পরে জানা যায় ওই হাউস থেকে নির্মিতব্য ‘পাষাণ’ চলচ্চিত্রে কাজ করছেন মাহি। বিপরীতে থাকবেন আনিসুর রহমান মিলন, পরিচালক সৈকত নাসির। কিন্তু ১০ জুন কালের কণ্ঠ জানাচ্ছে, ‘পাষাণ’ থেকেও সরে দাঁড়ালেন মাহি। ‘পাষাণ’-এর পরিচালক সৈকত নাসির বলেন, ‘১৫ জুন ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও তা আর হচ্ছে না।’ মাহি বলেন, ‘তাদের বাজেট ও ছবির গল্প আমার পছন্দ হয়েছিল। তাই ভার্সেটাইলের সঙ্গে কাজ করার কথা ভেবেছিলাম। এমনকি আরশাদ ভাইকে সঙ্গে নিয়ে কলকাতার প্রযোজকদের সঙ্গে কথাও বলেছি। কিন্তু এ মুহূর্তে আমি কাজটি করতে চাই না।’

এ দিকে মঙ্গলবার (৯ জুন) ঢাকার সংবাদমাধ্যমগুলো দুটি খবর প্রকাশ করে। একটি হলো বাংলাদেশের কোনো এক প্রযোজক দেবকে একটি সিনেমার জন্য তিন কোটি টাকা অফার করেও ব্যর্থ হয়। ওই সিনেমার নায়িকা ছিল বাংলা প্রথমসারির একজন। দেব মিশনে ব্যর্থ হয়ে ফিরে গেলেন পুরানো প্রযোজকের কাছে। প্রযোজক ও নায়িকার নাম উল্লেখ করা না হলেও— ঘটনাটি সম্পর্কে কিছুটা আঁচ করা যায়। যেহেতু নাম প্রকাশ হয়, তাই বিষয়টা এভাবেই থাকুক।

mahi-magic-mamoni

একই সময় অন্য কয়েকটি সংবাদ মাধ্যম খবর ছাপে জাজের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মাহি।

এতে অনেকেই অবাক হননি। অনেকে একে নতুন সিনেমার প্রচারণাও ধরতে পারেন। তবে মাহি যদি জাজের সঙ্গে আবারও কাজ করে অবাক হওয়ার কিছু নেই। কারণ ‘অগ্নি-২’ এর প্রচারণায় মাহি ও জাজের কর্ণধার একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন। সে ক্ষেত্রে কথাবার্তার মাধ্যমে তাদের সম্পর্কের বরফ গলতেও পারে। এ ছাড়া মাহি বিষয়ে জাজের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়, তাদের মাঝে বোঝাবুঝি হয়েছিল। ফলে এটা অনুমান করা যায় জাজ-মাহি সম্পর্ক ভালো হতেও পারে।

জাজের একজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বললেন অন্য কথা, ‘মাহির সঙ্গে আবার আমাদের প্রতিষ্ঠানের সম্পর্ক ভালো হচ্ছে। খুব শিগগির হয়তো তিনি আবার জাজের ছবিতে কাজ করবেন।’

এ দিকে এমন সব খবরের প্রেক্ষিতে জাজের কর্ণধার আব্দুল আজিজ কালের কণ্ঠকে বলেন, ‘এই গুঞ্জনটা আমিও শুনেছি। তবে মাহিকে নিয়ে যদি আবারো ছবি বানাই তাহলে সবাইকে জানিয়েই ছবি বানাবো। এ নিয়ে কোনো লুকোছাপা করতে চাই না।’

অর্থাৎ, আজিজও সরাসরি বিষয়টি নাকচ করেননি। এ ছাড়া এ নিয়ে এখনই মিডিয়াকে এখনই কিছু বলতে চান না মাহি।

সব মিলিয়ে ধারণা করা যেতে পারে মাহি হয়ত তার ‘অভিভাবক’ এর কাছে ফিরছেন। মাহি বরাবরই জাজকে তার ‘অভিভাবক’ দাবি করেছেন।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে ২০১২ সালে চলচ্চিত্রে আগমন ঘটে মাহিয়া মাহির। এরপর জাজ প্রযোজিত সব ছবিতেই অভিনয় করেন মাহি। মুক্তির অপেক্ষায় আছে একই হাউসের ‘অগ্নি ২’ ও ‘অনেক দামে কেনা’।


মন্তব্য করুন