Select Page

ঘাসফুল’র মহরত

ঘাসফুল’র মহরত

79007_e4হয়ে গেল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের নতুন ছবি ঘাসফুলের মহরত। ছবিটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা আকরাম খান।  মঙ্গলবারে দুপুরে চ্যানেল আই ভবনের ‘রুপটপ ক্যাফে’তে সংবাদ সম্মেলনে টেলিভিশন ছবির স্ক্রিন অ্যাওয়ার্ড মনোনয়ন ও এই ছবির মহরত ঘোষণা করা হয়।

‘ঘাসফুল’-এর নাম ঘোষণা করেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

পরে পরিচালক আকরাম খান তার ছবির শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। ‘ঘাসফুল’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ভিট চ্যানেল আই টপ মডেল তানিয়া। চ্যানেল আই সেরা নাচিয়ের সেরা ৫-এর একজন শায়লা শাবি, মডেল অভিনেতা আসিফুর রহমান, অভিনেতা মানস বন্দোপাধ্যায়, অভিনেত্রী লায়লা, আজাদ নূপুর, হাসান জাহিদ, রামিন রহমান, ইকবাল হোসেন, নাজাকাত খান প্রমুখ।

‘ঘাসফুল’-এর চিত্রনাট্য লিখেছেন আকরাম খান, মশিউল আলম ও লায়লা আফরোজ। সংগীত পরিচালনা করবেন সানি যুবায়ের।

১৫ই নভেম্বর থেকে এই ছবির শুটিং শুরু হবে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares