Select Page

ঘুম আমার : লোকেশন ব্যবহারে আনাড়িপনা, গান মন্দ নয়! (ভিডিও)

ঘুম আমার : লোকেশন ব্যবহারে আনাড়িপনা, গান মন্দ নয়! (ভিডিও)

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া শামীম আহমেদ রনি ও আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ‘ ছবির প্রথম গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ‌‘ঘুম আমার’ শিরোনামের গানটিতে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে রয়েছেন শবনম বুবলি। শুনতে ভালোই লাগে গানটি। তবে ইউটিউব চ্যানেলে উল্লেখ নেই কারা কণ্ঠ দিয়েছেন!

রবিবার বিকাল সাড়ে ৪টায় গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। এরপর লাইকের পাশাপাশি মন্তব্য পড়তে থাকে। যার বেশিরভাগই ইতিবাচক।

সুইজারল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে ‘ঘুম আমার’। যতটা আশা করা হয়েছিল ততটা নান্দনিক হয়নি নির্মাতা। গানের অর্ধেকেরও বেশি সময় দেখা গেছে বরফঢাকা পাহাড়ের লোকেশন। যা বিরক্তিকর ঠেকেছে। পাশাপাশি দুই তারকার অভিব্যক্তি ততটা যুতসই ছিল না। বুবলির পোশাক নির্বাচনও ভালো লাগে না। অবশ্য পরের লোকেশন সব আপত্তি পুষিয়ে দিয়েছে।

গানটির চিত্রায়ন হয়েছে জুনে। ওই সময় ঈদুল ফিতরে মুক্তির তাড়া ছিল। সে ছাপ হয়তো পড়েছে ‘ঘুম আমার’-এ।

‘রংবাজ’ ছবিতে শাকিব-বুবলি ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, অমিত হাসান, নূতন ও শিবা সানু।


মন্তব্য করুন