Select Page

চঞ্চল-তিশার সেই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ

চঞ্চল-তিশার সেই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলতে লিগ্যাল নোটিশ

# সিনেমা ডাউনলোড নিয়ে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিয়ে আইনি নোটিশ
# বিজ্ঞাপনটি ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়
# নোটিশটি পাঠিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা

রাস্তার মোড়ে সোহেল-স্বপ্নার দেখা। সোহেল : আরে স্বপ্না কই যাইতাছো?, স্বপ্না : সিনেমা হলে যাইতাছি।

সোহেল : সিনেমার লাইগা হলে যাওন লাগে! আমি ডাউনলোড কইরা দেই।

স্বপ্না : ডাউনলোড? আমিও পারি।

সোহেল : আমার নেটওয়ার্ক ফার্স্ট। তোমার আগেই ডাউনলোড হইবো।

এ বিজ্ঞাপন নিয়ে কিছু ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, বিজ্ঞাপনে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনের বদৌলতে বিতর্কিত চঞ্চল চৌধুরী ও তিশা। বিষয়টি শেষ পর্যন্ত গড়ালো উকিল নোটিশে |

জানা গেছে নির্মাতা  অপূর্ব রানা এ নোটিশ পাঠিয়েছেন। তার মূল নাম কবিরুল ইসলাম রানা, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এই লিগ্যাল নোটিশ প্রেরণ করে  রবি এক্সিয়াটা লিমিটেডকে |

নোটিশে উল্লেখ করা হয় এই বিজ্ঞপনের সংলাপের কারণে চলচ্চিত্র শিল্পের উপর ব্যাবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে | যেখানে সবাই একহয়ে দর্শককে হলমুখী করছে সেখানে এই বিজ্ঞাপনে সিনেমা ডাউনলোড করে দেখার কথা বলছে | তাই বিজ্ঞাপনটি ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলতে বলা হয়।

বিজ্ঞাপনটি নিয়ে সমালোচনা হলেও এ বিষয়ে নির্মাতা বা রবি এক্সিয়াটা লিমিটেডের কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে সংবাদমাধ্যম যোগাযোগ করলে মুখ খোলেন চঞ্চল ও তিশা।

এর মধ্যে চঞ্চল বলেন, ‘২২ বছর ধরে অভিনয় করছি। কোনটা অভিনয়ের জন্য ভালো আর কোনটা মন্দ, বুঝতে পারি। সমালোচকরা কোনো কিছু না বুঝেই এ নিয়ে কথা বলছেন। একজন রাজাকারের চরিত্রে অভিনয় করলে কেউ কি আমাকে রাজাকার বলতে পারবেন? এখানে পরিষ্কারভাবে ইন্টারনেটের গতির বিষয়ে বার্তা তুলে ধরা হয়েছে। হলে গিয়ে সিনেমা দেখতে নিরুৎসাহ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘বেশ কিছু লেখা আমার চোখে পড়েছে। মজার ব্যাপার, তাদের অনেকেই শোবিজ অঙ্গনের। অনেকের লেখায় বানানও ভুল। তাদের লেখার ভাষাটা আরো সংযত হওয়া উচিত। অনেকেই আছেন এভাবে না লিখে আমাকে ফোন করেও বলতে পারতেন। আমরা আসলে ইস্যুপ্রিয় জাতি। কোনো ইস্যু না থাকলে অন্যের পেছনে লেগে পড়ি।’


মন্তব্য করুন