Select Page

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলা নিয়ে সিনেমা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলা নিয়ে সিনেমা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলী খেলা নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। সম্প্রতি ঘোষিত সরকার অনুদানে এমন একটি প্রকল্প নির্বাচিত হয়েছে, যার শিরোনামও ‘বলী’

প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন পিপলু আর খান। এ বিজ্ঞাপন নির্মাতা ‘হাসিনা: আ ডটার্স টেল’ প্রামাণ্যচিত্রের জন্য পরিচিত। এ ছাড়া জয়া আহসানকে নিয়ে তৈরি করছেন নাম প্রকাশ না হওয়া একটি ছবি।

‘বলী’ পরিচালনা করবেন ইকবাল হোসাইন চৌধুরী। তিনি একসময় সাংবাদিক পেশায় ছিলেন, প্রথম আলোতে ফেস্টিভ্যাল নিয়ে তাকে নিয়মিত লিখতে দেখা গেছে এক সময়। এখন কানাডায় চলচ্চিত্র বিষয়ে লেখাপড়া করছেন।

প্রযোজক পিপলু আর খান জানন, একজন সাবেক বলী খেলোয়াড়কে নিয়ে নির্মিত হবে ‘বলী’। শীতকালে হবে সিনেমার শুটিং।


মন্তব্য করুন