Select Page

চমকে দেওয়া নামে আলমগীরের সিনেমা

চমকে দেওয়া নামে আলমগীরের সিনেমা

নায়ক-প্রযোজক আলমগীর ফের পরিচালনায় ফিরছেন এটা পুরনো খবর। নতুন খবর হলো- সিনেমাটির নাম জানিয়েছেন তিনি। আর নামেই রয়েছে চমক। প্রথম আলোকে এক সাক্ষাৎকারে জানান সিনেমাটির নাম হলো ‘একটি সিনেমার গল্প’।

তিনি জানান, এর মাধ্যমে গল্প বলার পুরনো ধরন থেকে বের হয়ে আসতে চান। যাকে বলছেন ‘সিনেমার ভেতর সিনেমা’। তাই আপাতত গল্প ফাঁস করবেন না।

ইতোমধ্যে শোনা গেছে, আরিফিন শুভ ও কলকাতার প্রসেনজিতকে নায়ক করে সিনেমাটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। তবে আলমগীর বলছেন, সবকিছু জানার জন্য চূড়ান্ত ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

‘একটি সিনেমার গল্প’ এর পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন আলমগীর নিজেই।


মন্তব্য করুন