Select Page

চম্পা ফেনসিডিল বিক্রেতা, হিজরাদের সর্দার শম্পা রেজা

চম্পা ফেনসিডিল বিক্রেতা, হিজরাদের সর্দার শম্পা রেজা

গুলশান আরা চম্পাশম্পা রেজা— দুজনের মধ্যে আছে বেশ ভালো সম্পর্ক। তবে একসঙ্গে কাজ করা হয়নি কখনো। সেই সুযোগটি এলো এবার। জাগো নিউজ জানায়, প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করছেন তারা, শিরোনাম ‘পদ্মপূরাণ’।

৬ মে থেকে রাজশাহীর পদ্মা নদীর চরে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন রাশিদ পলাশ।

নির্মাতা রাশিদ পলাশ জানান, শম্পা রেজা এই সিনেমায় অভিনয় করছেন হিজরাদের সর্দারের চরিত্রে। আর চম্পা অভিনয় করেছেন ফেনসিডিল বিক্রেতার চরিত্রে।

তিনি আরো বললেন, ‘আমার সিনেমাটি হিরো হিরোইন বেজ গল্পের নয়। পদ্মা নদীর বিবর্তনের গল্প দেখানো হবে ছবিটিতে। এখানে দেখানো হবে জলবায়ু পরিবর্তন আর ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মা নদীর তীরবর্তী মানুষের বদলে যাওয়া জীবনগুলো।’

‘পদ্মপূরাণ’র চিত্রনাট্য করেছেন রায়হান শশী। ঈদের পরে এর দ্বিতীয় লটের দৃশ্যায়ন করা হবে বলে জানান নির্মাতা। এতে চম্পা-শম্পা রেজা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া মাহি, শিমুল খান, ডন, কায়েস চৌধুরী, ইলোরা গহর প্রমুখ। ছবিটি নির্মাণ হচ্ছে পুণ্য ফিল্মস’র প্রযোজনায়।


মন্তব্য করুন