Select Page

মৌসুমীর দুই চলচ্চিত্র

মৌসুমীর দুই চলচ্চিত্র

2013-06-04-15-30-41-51ae08218827c-untitled-3মৌসুমী নাগ টেলিভিশনের ব্যস্ততম অভিনেত্রী। অভিষেক ঘটেছে বড়পর্দায়ও। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের কাজ সম্পর্কে জানান।

ইতিমধ্যে তিনি শেষ করেছেন বিপ্লব হায়দারের ফিল মাই লাভ ছবির শুটিং। গানগুলো শুধু বাকি আছে। এতে তার সহশিল্পী ফেরদৌস।

এ ছাড়াও অভিনয় করেছেন তন্ময় তানসেনের রান আউট ছবিতে। এতে তার সহশিল্পী সজল।

মৌসুমীর মতে, সবাই তো আমার বন্ধু, তাই ছবিতে অভিনয়ের আলাদা যে অনুভূতি, সেটা তেমনভাবে টের পাইনি।

সুত্র: প্রথম আলো


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares