Select Page

চলচ্চিত্রে প্রসূন

চলচ্চিত্রে প্রসূন

prosun_azad_120166_0চলচ্চিত্রে নাম লেখালেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০১২ প্রতিযোগিতার প্রথম রানার আপ প্রসূণ আজাদ। বেশ কিছু বিজ্ঞাপন ও টিভি নাটকে অভিনয় করলেও এবারই প্রথম রূপালী পর্দায় অভিনয় করতে যাচ্ছেন। ‘নিঃশব্দ আর্তনাদ’ নামের এই ছবিতেই দুজন নায়কের বিপরীতে অভিনয় করছেন প্রসূণ।

তবে এই নামটি চুড়ান্ত নয়।

মিঠু খানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমন ও সুমন। ১৯ সেপ্টেম্বর থেকে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছবিটির শুটিং চলছে।

এর আগে প্রসূন ‘ফিল মাই লাভ’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পরে নানা কারণে এ ছবিতে অভিনয় করতে অস্বীকৃতি জানান তিনি।

৭ অক্টোবর সিলেট থেকে ঢাকা ফিরবেন প্রসূণ ।


মন্তব্য করুন