Select Page

চলচ্চিত্রে মৌসুমী’র ছেলে

চলচ্চিত্রে মৌসুমী’র ছেলে

image_112794গত বছর থেকে মৌসুমীর হোম প্রোডাকশনের দেখাশোনা করছেন তার ছেলে ফারদিন এশান স্বাধীন। এবার হাতে-কলমে চিত্রনির্মাতা হিসেবে কাজ শিখছেন স্বাধীন।  সম্প্রতি নির্মাতা মোস্তফা কামাল রাজের সেটে মৌসুমী না থাকলেও পরিচালকের অনেকটা একান্ত সহকারী হিসেবেই থাকছেন তার ছেলে ফারদিন।

মৌসুমী এ বিষয়ে দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমি আমার নিজের পেশাকে সবচেয়ে বেশি সম্মান দিই। তবে ফারদিনের এই পেশায় আসার বিষয়টির ওপরে আমার কোনো প্রভাব বা আরোপিত চাপ ছিল না। কারণ এখনও তো কিছুই শুরু করেনি ও। তবে ওর আগ্রহ আছে বলেই এ শুটিংয়ে থাকছে।’

তাই ফারদিন কবে চলচ্চিত্র নির্মাণে আসছেন এইরকম প্রশ্নে একগাল হেসে বলেন, ‘আগে দেখুক, শিখুক, বুঝুক। মৌসুমীর ছেলে বলে এগুলোকে হাতের মোয়া ভাবলে তো কিছু হতে পারবে না।’

শুধু রাজের সেটেই নয়। গত কয়েকমাসে একেবারে নির্মাতার ভঙ্গিতেই আসছেন ফারদিন। মনিটরে চোখ, সিক্যুয়েন্স গোনা, প্রোডাকশনের টাকা-পয়সার হিসাব। কাস্টিংয়ের ব্যাপারে পরামর্শ দেওয়া-নেওয়া—এসব ভালোই রপ্ত করেছেন। সুপারস্টারের পুত্র বলে কথা।

এদিকে শোনা যাচ্ছে মৌসুমী পুত্রের পরিচালনায় পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয়তো আসছে খুব শিগগিরই।


মন্তব্য করুন