Select Page

চলচ্চিত্রে মৌসুমী নাগ

চলচ্চিত্রে মৌসুমী নাগ

524c65cd546b7-Untitled-2ছোট পর্দার নিয়মিত অভিনেত্রী মৌসুমী নাগ ইদানীং চলচ্চিত্রেও অভিনয় করছেন। দুটি চলচ্চিত্রের কাজ শেষ হবার পথে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান নিজেকে বড়পর্দায় দেখবেন এই ভেবে তিনি রোমাঞ্চিত।

তার কাজগুলো সম্পর্কে বলেন, দুটি সিনেমা করেছি। রান আউট সিনেমার কাজ অনেকখানি বাকি আছে। ঈদের পর টানা কাজ করব। ফিল মাই লাভ নামে একটি সিনেমা করেছি, কাজ প্রায় শেষ। একটা গানের কাজ বাকি আছে।

বড়পর্দায় কাজ করা নিয়ে বলেন আরো বলেন, খুবই রোমাঞ্চিত। এটা যেকোনো শিল্পীরই একটা বড় স্বপ্ন। চেষ্টা করেছি ভালো কাজ করতে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

দেখা যাক, বড়পর্দায় তিনি কতদূর এগুতে পারেন।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন