Select Page

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট উদ্বোধন বুধবার

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট উদ্বোধন বুধবার

120705135543_hasina_iv_640x360

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নবসৃষ্ট বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই) এবং এর প্রথম কোর্সের শুভ উদ্বোধন করবেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বহু প্রত্যাশিত, আকাঙিক্ষত চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। সকাল ১০টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করবেন তথ্য সচিব মরতুজা আহমদ, স্বাগত বক্তব্য রাখবেন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং এরপর বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং এর প্রথম কোর্সের উদ্বোধন ঘোষণা করবেন।


মন্তব্য করুন