Select Page

সালমান শাহকে নিয়ে সপ্তাহব্যাপী আয়োজন

সালমান শাহকে নিয়ে সপ্তাহব্যাপী আয়োজন

14966_710654428989563_2398169522658623086_n

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর কোটি ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ্। মাত্র চার বছরে অভিনীত ছবির সংখ্যা ছিল ২৬টি। জনপ্রিয় এই নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করছে ঢুলি কমিউনিকেশনস। এ ছাড়া টেলিভিশন চ্যানেলগুলো তার চলচ্চিত্র প্রদর্শনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে।

৬ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ বলাকা সিনেওয়ার্ল্ডে শুরু হবে ‘সালমান শাহ স্মরণ উৎসব-২০১৪’। ঢুলি কমিউনিকেশনস এর ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘সালমানের সৃজন উৎকর্ষতাকে অনুপ্রেরণায় পরিণত করতেই আমাদের এ আয়োজন। সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ্ অভিনীত জনপ্রিয় ৭টি সিনেমা। সঙ্গে থাকছে চিত্রতারকাদের উপস্থিতিতে তাকে নিয়ে স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ প্রকাশনা।’

অন্যদিকে, দেশের টিভি চ্যানেলগুলোতে থাকছে বিশেষ আয়োজন।

একুশে টিভিতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘অমর নায়ক সালমান’। এ অনুষ্ঠানে সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নির্মাতা সোহানুর রহমান সোহান, জাকির হোসেন রাজু, নারগিস আক্তার ও শরীফউদ্দিন খান দীপু। উপস্থাপনায় আমরিন, প্রযোজনায় ইসরাফিল শাহিন।বাংলাভিশনে সালমান শাহকে নিয়ে কথা বলেছেন নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই রূপালি পর্দায় এসেছিলেন সালমান। ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে তিনি শোনাবেন সালমানের চলচ্চিত্রে আসার গল্প। এটি প্রচার হবে সকাল সাড়ে ৮টায়।

৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয়দিন আরটিভিতে শুধু সালমান শাহর ছবি প্রচার হবে। প্রতিদিন দুপুর ১২টা ৩৫ মিনিটে দেখানো হবে তার জনপ্রিয় ৬টি চলচ্চিত্র। ৬ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে প্রচার হবে ‘তোমাকে চাই’, ‘স্নেহ’, ‘আনন্দ অশ্রু’, ‘আঞ্জুমান’, ‘চাওয়া থেকে পাওয়া’ এবং ‘সত্যের মৃত্যু নেই’।

এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘বিক্ষোভ’। পরিচালনায় মহম্মদ হাননান। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, ডলি জহুর, রাজিব প্রমূখ।

চ্যানেল আইয়ে দুপুর দেড়টায় থাকছে ‘প্রেমযুদ্ধ’। পরিচালনায় জীবন রহমান। অভিনয়ে সালমান শাহ, লিমা, প্রবীর মিত্র, শর্মিলী আহমেদ প্রমুখ।

বৈশাখী টিভিতে সকাল ১০টা ৫০ মিনিটে রয়েছে ‘অন্তরে অন্তরে’। পরিচালনায় শিবলি সাদিক। এতে সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, রাজীব, নাসির খান, আনোয়ারা, দিলদার প্রমুখ।

চ্যানেল নাইনে সকাল ৯টায় প্রচার হবে ‘আনন্দ অশ্রু’। পরিচালনায় শিবলি সাদিক। এতে সালমানের সঙ্গে ছিলেন শাবনূর। আরও অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি, ডলি জহুর, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।

এসএ টিভিতে রাত ১১টায় ‘গহীনের গান’ অনুষ্ঠানে পড়শী গেয়ে শোনাবেন সালমান শাহ অভিনীত ছবির জনপ্রিয় কিছু গান।


মন্তব্য করুন