Select Page

চলচ্চিত্র কেন ছেড়েছিলেন

চলচ্চিত্র কেন ছেড়েছিলেন

atm shamshuzzaman

‘আমি মূলত চলচ্চিত্রের শিল্পী। চলচ্চিত্রের সাথেই আমি সারাজীবন থাকতে চাই। কিন্তু মাঝখানে আমাদের চলচ্চিত্র যে নোংরা অবস্থায় এসে দাঁড়িয়েছিল সেখানে অভিনয় করলে মানসম্মানটুক আর থাকতো না। তাই নিজের সম্মানটুকু বাঁচিয়ে রাখতেই চলচ্চিত্র থেকে সরে গিয়ে ছিলাম।’— কথাগুলো বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামানের। চলচ্চিত্রে বিরতি নেওয়া প্রসঙ্গে ইত্তেফাকের মেহেদী সোহেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেন।

আবার চলচ্চিত্রে ফিরে আসা প্রসঙ্গে বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজের পরিবেশ সম্পূর্ণ অনুকূলে। সেই নোংরা অধ্যায়টা এখন আমরা পার করে এসেছি। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এখন ভালো গল্পের অভাব অন্যতম। চলচ্চিত্রের গল্পের মাঝে কোনো বার্তা নেই। বেশিরভাগ গল্পগুলো কেমন যেন সাদামাটা। এই ধরনের গল্পে দর্শক ধরে রাখা যায় না।’

যৌথ প্রযোজনার চলচ্চিত্র সম্পকে বলেন, ‘এটা আমাদের বর্তমান অবস্থার কথা পরিষ্কার করে দিচ্ছে। কারণ এখনকার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে আমাদের নিজেদের কোনো প্রভাব নেই। সাধারণত মানুষ যখন নিজেকে দুর্বল মনে করে তখনই অন্যের সাহায্য নেয়। আমাদের এখনকার যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অবস্থা সেই রকম। এই যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের অর্থ সবলের কাছে দুর্বলের আত্মসমর্পণ। এভাবে কখনও স্বাবলম্বী হওয়া যায় না। চলচ্চিত্রে নিজের সোনালি অতীত ফিরে পেতে হলে নিজেদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। অন্যের সাহায্য নিয়ে কখনও আমরা এগিয়ে যেতে পারবো।’

পুরো সাক্ষাৎকারটি পড়তে ইত্তেফাক দেখুন।


মন্তব্য করুন