Select Page

‘চলচ্চিত্র দিবস’ আলাদাভাবে পালন করবে এফডিসি ও চলচ্চিত্র পরিবার

‘চলচ্চিত্র দিবস’ আলাদাভাবে পালন করবে এফডিসি ও চলচ্চিত্র পরিবার

কয়েক বছর ধরেই একসঙ্গে এফডিসি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো দিবসটি উদযাপন করলেও এবার যৌথ আয়োজন থেকে সরে এসেছে চলচ্চিত্র পরিবার।

জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুকের বরাত দিয়ে বিডি নিউজ টোয়েন্টিফোর জানায়, এফডিসির সঙ্গে নয়, সংগঠনটি আলাদাভাবে এবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।

সরে আসার কারণ হিসেবে বলেন, “এবার আয়োজনে মাত্র ৫০ হাজার টাকা বাজেট করা হয়েছে। এটা দিয়ে এত বড় অনুষ্ঠান করা যায় না। আবার আমরা যদি অন্যের হাতে-পায়ে ধরে, টাকা জোগাড় করে অনুষ্ঠানটা করি তখন তথ্য মন্ত্রণালয় ক্রেডিট নিয়ে নেবেন, এটা আমাদের কাছে ভালো লাগে না। সেকারণে একই সঙ্গে না করে ভিন্ন ভিন্ন ভাবে দিবসটি উদযাপন করবো।”

এদিকে মন্ত্রণালয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকে চলচ্চিত্র পরিবার। এতে তথ্য মন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন বলে গণমাধ্যমের খবর।

পাশাপাশি অভিনেতা হাসান ইমামকে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি করা নিয়েও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ‘বিভক্তি’ তৈরি হয় চলচ্চিত্র পরিবারের।

ফারুক বলেন, “হাসান ইমামই আমাদের অনুষ্ঠানের সভাপতি থাকবেন। এখন এফডিসি কী করলো সেটা আমাদের জানার উদ্দেশ্য নয়। উনি সম্মানী লোক। উনাকে যদি এফডিসির অনুষ্ঠানেরও সভাপতি করা হয় তাহলেও কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এফডিসির আয়োজনে থাকব না।”

এদিকে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন বলেন, “এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা কাউকে বাদ দিয়ে করতে চাই না। সবার সম্পৃক্ততা থাকাটাই উচিত বলে মনে করি।”


মন্তব্য করুন