Select Page

চলচ্চিত্র পুরস্কার ২০১৩ : প্রাথমিক মনোনয়ন

চলচ্চিত্র পুরস্কার ২০১৩ : প্রাথমিক মনোনয়ন

62674_e1

চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করেছে পুরস্কার প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত জুরি বোর্ড। জুরি বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত করে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে কিছু বিষয়ে জুরি বোর্ড সদস্যদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে পরবর্তী সভায় সবকিছু চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মানব জমিন সূত্রের বরাত দিয়ে জানায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য প্রাথমিকভাবে যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ (প্রযোজক ফরিদুর রেজা সাগর), শ্রেষ্ঠ পরিচালক গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মৌসুমী (দেবদাস), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী রেহানা জলি (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ গায়ক চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)।

এ ছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন যৌথভাবে পুরস্কার পেতে পারেন বলে জানা গেছে। এছাড়া বেশ কয়েকটি শাখায় যৌথভাবে পুরস্কার দেয়া হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ‘মৃত্তিকা মায়া’ আরো বেশ কয়েকটি শাখায় পুরস্কার পেতে পারে বলেও জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই তথ্য বিবরণীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন মিষ্টি মেয়ে খ্যাত পাঁচ দশকের অভিনেত্রী চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি কবরী। জুরি বোর্ড আজীবন সম্মাননার জন্য কবরীর নাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে।

সূত্র : মানবজমিন


মন্তব্য করুন