Select Page

চলচ্চিত্র মুক্তির আগে বিনিয়োগ ফেরতের দাবি করেছিলেন দেবাশীষ!

চলচ্চিত্র মুক্তির আগে বিনিয়োগ ফেরতের দাবি করেছিলেন দেবাশীষ!

‘চল পালাই’ মুক্তির আগে দেবাশীষ বিশ্বাস দাবি করেছিলেন— সিনেমাটি হলে না যেতেই বিনিয়োগ ফেরতে এসেছে। অথচ সম্প্রতি জানালেন, সিনেমাটি ফ্লপ করায় পুরো টাকা ফেরত চাচ্ছেন প্রযোজক। এমনকি তাকে অফিসে আটকেও রাখেন, মারধর করেন। এ নিয়ে থানায় জিডিও করেছেন তিনি।

‘চল পালাই’ মুক্তির আগে দেবাশীষ জানান, সিনেমাটির বাজেট ৪০ লাখ টাকা। কালের কণ্ঠকে দেবাশীষ তিনি, ‘অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে পর্দায় সেটা ধরতে পারবে না দর্শক। কী নেই ছবিতে! নাচ, গান, মারপিট—সবই আছে। লোকেশনেও আছে বৈচিত্র্য। ’

মুক্তির আগেই ছবির টাকা উঠে এসেছে, তথ্যটা দিলেন এভাবে, ‘গান আর স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ভালো দাম পেয়েছি, দুটি মিলিয়ে ২০ লাখ এসেছে। প্রেক্ষাগৃহ থেকে এরই মধ্যে পেয়েছি ২০ লাখ। এইতো ৪০ লাখ! আমার খরচ উঠে গেছে। বাকি যা আসবে তা-ই লাভ। প্রযোজকও বাঁচলেন, আমিও ঝুঁকিমুক্ত পরিচালকের উপাধি পেয়ে গেলাম। হা হা হা।’

সাম্প্রতিক অভিযোগে দেবাশীষ জানান, প্রাণনাশের হুমকি দিয়েছেন কন্টেন্ট প্রোভাইডর ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের সিইও তামজীদ-উল-আলম অতুল। এজন্য ৫ ফেব্রুয়ারি জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি।

এ প্রসঙ্গে দেবাশীষ ইত্তেফাককে বলেন, ৪ ফেব্রুয়ারি বিকালে ছবির হার্ডডিস্কসহ সব হিসাব-নিকাশ বুঝিয়ে দিতে রাজধানীর পান্থপথে অবস্থিত লাইভ এন্টারটেইনমেন্টের অফিসে গেলে সেখানে আমাকে আটকে রাখেন লাইভ এন্টারটেইনমেন্টের সিইও তামজীদ-উল-আলম অতুল। আমাকে ছবিটি নির্মাণ বাবদ ৩০ লাখ টাকা ফেরত দিতে বলেন। আমি সেটা কেন করব জানতে চাইলে তিনি আমাকে গালিগালাজ মারধর করেন।’

আরো বলেন,‘ তাদের টাকা ফেরত না দিলে প্রাণনাশেরও হুমকি দেন। আমি চুক্তি অনুযায়ী সবকিছু বুঝিয়ে দেয়ার পরও আমার কাছে ছবি নির্মাণের পুরো টাকা দাবি করেন তিনি। সেখান থেকে আমি কোনোরকমভাবে বের হয়ে আসি। পরে আমি সংশ্লিষ্ট থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করি।’

দেবাশীষ বিশ্বাসকে প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে লাইভ টেকনোলজিসের সিইও তামজীদ-উল আলম অতুল বলেন, আমি তাকে কোনো ধরনের হেনস্তা করিনি বা হুমকিও দিইনি। আমাদের কাছে টাকা ফেরত দেয়ার চুক্তি রয়েছে। সে অনুযায়ী তার কাছে টাকা ফেরত চেয়েছি। আমি বা আমরা তাকে আটকে রাখিনি। তিনি টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন।

‘চল পালাই’ মুক্তি পায় ৮ ডিসেম্বর। অভিনয় করেন শিপন, তমা মির্জা ও শাহরিয়াজ।


মন্তব্য করুন