Select Page

চলে গেলেন শচীন কুমার নাগ

বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম কাহিনীকার শচীন কুমার নাগ আর নেই। আজ ২৬ সেপ্টেম্বর সকালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিএমডিবি পরিবার।তাঁর জন্ম খুলনায়। তিনি খুলনা বেতারের তালিকাভুক্ত গীতিকার ও শিল্পী ছিলেন। পরে ঢাকায় এসে কিছুদিন একটি ব্যাংকের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনেও কর্মরত ছিলেন তিনি।

বর্তমান সময়ের জনপ্রিয় অনেক ছবির কাহিনীকার তিনি। গত সপ্তাহের ব্যবসাসফল ছবি ‘কিছু আশা কিছু ভালোবাসা‘র কাহিনীকার তিনি। এছাড়া এই বছরের আরেকটি হিট ছবি ‘নিষ্পাপ মুন্না‘র কাহিনী লিখেছেন তিনি।  বর্তমানে শুটিং চলছে এমন অনেক ছবির কাহিনী লিখেছেন তিনি। এরমধ্যে অন্যতম ‘অপরাধী বাদশা’।

একদশকের বেশি সময় তিনি চলচ্চিত্রের সাথে জড়িত। লিখেছেন কয়েকশত ছবির কাহিনী। তার সংকট সহজে পূরণ হবার নয়।

 


মন্তব্য করুন