Select Page

হুমায়ূন আহমেদই শ্রেষ্ঠ

হুমায়ূন আহমেদই শ্রেষ্ঠ

humayan-235x257ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি, মেডেল ও অর্থের চেক তুলে দেবেন। জুরিরা জমা পড়া ছবি দেখে ফেলেছেন ইতিমধ্যে। কিন্তু আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। তা সত্ত্বেও একটি সংবাদমাধ্যমের হাতে চলে এসেছে পুরষ্কারপ্রাপ্ত কয়েকজনের তালিকা। তাতে জানা গেছে, ‘ঘেটুপুত্র কমলা’র জন্য শ্রেষ্ট পরিচালকের পুরষ্কার পাচ্ছেন হুমায়ূন আহমেদ

আরো জানা গেছে, ২০১২-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত অভিনেতা খলিল। শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনীত হয়েছে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘উত্তরের সুর’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন শাকিব খানজয়া আহসান। তারা পাচ্ছেন যথাক্রমে ‘খোদার পরে মা’ এবং ‘চোরাবালি’ ছবির জন্য। দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ও সুরকার হিসেবে পুরস্কার পাচ্ছেন ইমন সাহা

পত্রিকা নির্ভরশীল সূত্রের বরাত দিয়ে জানায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানে গঠিত জুরি বোর্ডের গতকালের সভায় এসব পুরস্কার চূড়ান্ত হয়েছে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন