Select Page

চল পালাই : মুক্তির আগে বিনিয়োগ ফেরত!

চল পালাই : মুক্তির আগে বিনিয়োগ ফেরত!

শুক্রবার মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাসের সিনেমা ‘চল পালাই’। সে সিনেমা নাকি মুক্তির আগেই পুঁজি ফেরত নিয়ে এসেছে। কালের কণ্ঠকে এমন তথ্য দিয়েছেন পরিচালক।

‘চল পালাই’র বাজেট ৪০ লাখ টাকা! দেবাশীষ বলেন, ‘অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে পর্দায় সেটা ধরতে পারবে না দর্শক। কী নেই ছবিতে! নাচ, গান, মারপিট—সবই আছে। লোকেশনেও আছে বৈচিত্র্য। ’

তিনি বলেন, ‘আমি পারিশ্রমিক নিইনি, কলাকুশলীদেরও অনুরোধ করেছি, যে যতটুকু পারে যেন ছাড় দেয়। শিপন, শাহরিয়াজ ও তমার কাছে আমি কৃতজ্ঞ। তারা টাকার পিছে না ছুটে ভালো কাজে সহযোগিতা করেছে। গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী থেকে শুরু করে ড্রেসম্যান, ট্রলি বয়, নৃত্য পরিচালকও আমাকে সহযোগিতা করেছেন। সে কারণেই এত কমে ছবিটি নির্মাণ করতে পেরেছি।’

মুক্তির আগেই ছবির টাকা উঠে এসেছে, তথ্যটা দিলেন এভাবে, ‘গান আর স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ভালো দাম পেয়েছি, দুটি মিলিয়ে ২০ লাখ এসেছে। প্রেক্ষাগৃহ থেকে এরই মধ্যে পেয়েছি ২০ লাখ। এইতো ৪০ লাখ! আমার খরচ উঠে গেছে। বাকি যা আসবে তা-ই লাভ। প্রযোজকও বাঁচলেন, আমিও ঝুঁকিমুক্ত পরিচালকের উপাধি পেয়ে গেলাম। হা হা হা।’


মন্তব্য করুন