Select Page

‘চাঁদের অমাবস্যা’তে আসাদুজ্জামান নূর, আরও থাকছেন যারা

‘চাঁদের অমাবস্যা’তে আসাদুজ্জামান নূর, আরও থাকছেন যারা

সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে একই নামে পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ করতে যাচ্ছেন জাহিদুর রহিম অঞ্জন। ২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবিতে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর

এর মধ্যে এই অভিনেতা ও সংসদ সদস্যকে ছবির গল্প এবং চিত্রনাট্য শুনিয়েছেন অঞ্জন। সেটি পছন্দ করেছেন নূর এবং ছবিতে অভিনয়ের সম্মতি দিয়েছেন। ১০ নভেম্বর নূরের মেকআপ ও কস্টিউম নিয়ে বসার কথা রয়েছে। সব ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুটিং শুরু করতে চান।

অঞ্জন বলেন, ‘শুধু আসাদুজ্জামান নূর নন, আমি ইরেশ যাকের, দ্বীপান্বিতা মার্টিনের সঙ্গেও কথা চূড়ান্ত করেছি। আশা করছি তাঁদের পাশাপাশি আরো কয়েকজন বড় অভিনেতা-অভিনেত্রীকে রাখতে পারব ছবিটিতে। শুরু থেকে ইচ্ছে ছিল শীতের মধ্যে ছবিটির শুটিং শুরু ও শেষ করব। সেই পরিকল্পনা অনুযায়ী চলছি।’

জাহিদুর রহিম অঞ্জনের প্রথম ছবি ‘মেঘমল্লার’ পাঁচটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। অঞ্জন পেয়েছিলেন শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার।

এদিকে টিভি পর্দায় ভীষণ জনপ্রিয় ক্যারিয়ার উপভোগ করলেও হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করেছেন নূর। সর্বশেষ অতিথি চরিত্রে ‘গাংচিল’-এর জন্য সিনে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ক্যারিয়ার নিয়ে বলছিলেন আসাদুজ্জামান নূর।

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ সম্পর্কে বলেন, “আমি তো আসলে এর আগে ছবি খুব একটা করিনি। আমার শুরু হয়েছিল তানভীর মোকাম্মেলের একটা শর্টফিল্ম দিয়ে—‘হুলিয়া’। অনেক আগে। নিজেরা নিজেরা যা হয় আরকি, সেভাবে। তারপর করলাম শেখ নেয়ামত আলীর একটা ছবি—‘দহন’। তারপর আমাদের বিটিভির জিএম ছিলেন মুস্তাফিজুর রহমান, তিনি করলেন হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’।”

আরও বলেন, “ওই মাধ্যম সম্পর্কে আমার তেমন ধারণাও ছিল না। ফলে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তা ছাড়া আমরা এমন একটা সময়ে অভিনয় শুরু করেছিলাম, যখন বাংলা চলচ্চিত্রে একটা মন্দা চলছে। ফলে আমাদের ভালো কাজ করার সুযোগও কমে গিয়েছিল অনেক। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ আমার মনে হয় যে চলচ্চিত্রে একটা মাইলফলক। কাজ করে আমার নিজের ভালো লেগেছে। যে আবেগটার কথা বললেন, আমি যখন দর্শক হিসেবে ছবিটা দেখি, তখন আমার মধ্যেও সেটি কাজ করেছিল। যেহেতু আমি নিজে একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলাম, ফলে আমাকে ওই বিষয়গুলো খুব সহজেই স্পর্শ করে।”

এ ছাড়া চন্দ্রগ্রহণসহ কয়েকটি ছবিতে কাজ করেন আসাদুজ্জামান নূর।


মন্তব্য করুন