Select Page

চার দেশে পরবাসিনী

চার দেশে পরবাসিনী

Porobashinee-Poster-150x150স্বপন আহমেদের বহুল আলোচিত কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘পরবাসিনী‘র শুটিং হতে যাচ্ছে চারটি দেশে-  ফ্রান্স, ইতালি, জার্মানি আর সুইজারল্যান্ডে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমন

জানা গেছে, ইমন আজ মঙ্গলবার সকালে তিনি ফ্রান্স যাচ্ছেন। সেখানে ছবিটির শুটিং শুরু হবে কাল বুধবার। এরপর হবে অন্য দেশগুলোতে। এবার কাজ হবে মোট ১৫ দিন।

 

ছবির শুটিংয়ের জন্য ইমন এবার একাই যাচ্ছেন। জানালেন, দেশের বাইরের একজন শিল্পী এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন। তবে ওই শিল্পীর নাম তিনি প্রকাশ করতে চাননি।

এদিকে পরিচালক জানান, ‘চমকে দিতে চাই বলে মুম্বাইর নায়িকার নাম এখনই বলছি না। এরই মধ্যে দৃশ্যধারণের যাবতীয় অনুমতি ও প্রস্তুতি সম্পন্ন করেছি। এই ধাপেই শেষ হবে আমার বহুল কাঙ্ক্ষিত ছবিটির চিত্রায়ণ।’

ছবির বেশ কিছু অংশের কাজ হয়েছে ঢাকাসহ কয়েকটি জেলায়। এতে আরও অভিনয় করছেন নিরব, মেহজাবীন প্রমুখ।

 


মন্তব্য করুন