Select Page

চিত্রনাট্যের জন্য আবারও অনুদান পেলেন সাইমন

চিত্রনাট্যের জন্য আবারও অনুদান পেলেন সাইমন

2013-07-09-17-05-44-51dc42e8ae417-untitled-8কামার আহমাদ সাইমন প্রামাণ্য চলচ্চিত্রের জগতে একটি পরিচিত নাম। সম্প্রতি তিনি আবারও চিত্রনাট্যের জন্য অনুদান পেলেন।

বিশ্বের অন্যতম প্রামাণ্য উৎসব ‘ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডাম’ (ইডফা)। বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে জমা পড়া ৩৩০টি পাণ্ডুলিপি থেকে বাছাই করা মাত্র ১৩টি ছবিকে পুরস্কৃত করে ইডফা।

সেখানে ‘আগামী’র চিত্রনাট্যের জন্য  অনুদান পেলেন সাইমন।

এর আগে ‘শুনতে কি পাও’ ছবির জন্যও একই উৎসবে অনুদান পেয়েছিলেন এই নির্মাতা।

এ ছাড়া ইউরোপের অন্যতম প্রামাণ্য উৎসব প্যারিসের সিনেমা দ্যু রিলের ৩৫তম আসরে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতেছিল ‘শুনতে কি পাও’।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর নতুন ছবি ‘আগামী’র কাজ শুরু করার ইচ্ছা সাইমনের।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন