Select Page

চিত্রনায়ক মিঠুন আর নেই

চিত্রনায়ক মিঠুন আর নেই

386696_103666299752620_349126486_n

ঢালিউড অভিনেতা মিঠুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার পুরো নাম শেখ আবুল কাশেম মিঠুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মিঠুন কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় মারা যান। মৃত্যুকালে স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর। আবুল কাশেম মিঠুন ১৯৫৮ সালের ১৮ই এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন।

মিঠুন ১৯৮০ সালে ‘তরুলতা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ববিতাসহ সে সময়ের বেশ কয়েকজন নায়িকার বিপরীতে অভিনয় করেন তিনি। তবে প্রধান নায়কের চরিত্রে অল্প কিছু চলচ্চিত্রে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য নিয়েও কাজ করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো ভেজা চোখ ও আয়না বিবির পালা, বেদের মেয়ে জোসনা ও বাবা কেন চাকর।

তার অভিনীত অন্য ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’, ‘খোঁজ খবর’, ‘ছোবল’, ‘কসম’, ‘দিদার’, ‘পরিচয়’ ইত্যাদি। তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত ছবিগুলো হলো ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ ইত্যাদি।

 


মন্তব্য করুন