Select Page

চুমু দিলেন না মাহি (ভিডিও)

চুমু দিলেন না মাহি (ভিডিও)

ডিসকো ক্লাবে ঢাকার মাহির পেছনে ছুটছেন কলকাতার ওম। আবদার একটাই— তাকে চুমু দিতে হবে। কিন্তু মাহিও কম যান না। ক্লাবজুড়ে নাকে দড়ি দিয়ে ঘুরালেন। নাচালেন-গান গাওয়ালেন। কিন্তু চুমু মিলল না। এমনই দেখা গেল ‘একখান চুমু’ গানে। এতে নিশ্চয় মাহির ভক্তরা খুশি। এর আগে ‌‘ম্যাজিক মামনি’ গানে একইভাবে নিরাশ করেন ভিলেনকে।

গানটি ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি ২’ ছবিতে ব্যবহৃত হয়েছে। ‌’এক খান চুমু’ গানটি লিখেছেন প্রিয় চৌধুরী। আকাশের সুরে গেয়েছেন বনি দয়াল।

১১ জুন রাতে পূর্ব ঘোষণা অনুযায়ী গানটি ইউটিউবে আপ করা হয়। এরপরই নতুন হৈচৈ ফেলে গানটি। এর মাধ্যমে সিনেমাটির নায়ক প্রথমবারের মতো ভিডিওতে দেখা গেল।

আগে প্রকাশিত আইটেম গান ‘ম্যাজিক মামনি’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে পছন্দ করেনি। তবে ‘একখান চুমু’ প্রথম দেখাতেই ভালো লাগবে। অন্যদিকে ‌‘ম্যাজিক মামনি’ ইতোমধ্যে চার লাখের বেশিবার দেখা হয়েছে। যা বাংলাদেশে রেকর্ড।

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‌‘অগ্নি ২’ এবারের ঈদে মুক্তি পাবে।


মন্তব্য করুন