Select Page

ছবিতে মাহির বিয়ে-পরবর্তী অনুষ্ঠান

ছবিতে মাহির বিয়ে-পরবর্তী অনুষ্ঠান

mahi-apu-post

২৫ মে বিয়ে করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহি। ঘরোয়া পরিবেশে গায়ে হলুদ ও বিয়ের ওই আয়োজনেই জানিয়ে দেওয়া হয়েছিল পরে আরেকটি অনুষ্ঠান হবে। বুধবার দুই পরিবারের যৌথ আয়োজনে সম্পন্ন হলো সেই জমকালো আনুষ্ঠানিকতা।

mahi-apu-post1

mahi-apu-post2

অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন মাহির ঘনিষ্ট বন্ধু, স্বজন, চলচ্চিত্রের বেশকিছু কাছের বন্ধু এবং সিনিয়র তারকা।

mahi-apu-post3

mahi-apu-post4

ঢাকার বনানীর একটি বড় কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন মৌসুমী, ওমর সানি, অনন্ত, বর্ষা। আরো ছিলেন মধ্যে পরিচালক সোহানুর রহমান সোহান, সাফিউদ্দিন সাফি, নায়ক সম্রাট, বাপ্পী-সহ অনেকে।

mahi-apu-post5

মাহির পরনে ছিল লাল বেনারসি শাড়ি। গলা-হাতে ছিল ৫০ ভরি গয়না। নবাবি মঞ্চে বসে হাস্যোজ্জ্বল কনে অতিথিদের সঙ্গে বিনিময় করছেন শুভেচ্ছা। এক পাশে চলছে কাওয়ালি। সুরের মূর্ছনায় ভরপুর অনুষ্ঠানস্থল।

mahi-apu-post6

আনুষ্ঠানিকতার পর শ্বশুরবাড়ি সিলেটে যাওয়ার কথা রয়েছে মাহির। ২৪ জুলাই সিলেটেও হবে একটি বড় অনুষ্ঠান।

mahi-apu-post7

এ বিষয়ে তিনি বলেন, ‘আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছি। শ্বশুরবাড়ি সিলেটে চার-পাঁচ দিন বেড়ানোর পর আমেরিকায় হানিমুনের পরিকল্পনা করেছি।’

mahi-apu-post8

মাহি সর্বশেষ শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ করছিলেন। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি। এ ছবির ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। অল্প কিছু কাজ বাকি আছে ‘ঢাকা অ্যাটাক’-এর। এছাড়া হাতে আছে ‘হারজিৎ’।

ছবি সূত্র : ফেসবুক।


মন্তব্য করুন