Select Page

ছবির নাম ‘ত্রিভুজ প্রেম’

ছবির নাম ‘ত্রিভুজ প্রেম’

image_1358_376915পরিচালক রাজু চৌধুরীর নতুন ছবির নাম ‘ত্রিভুজ প্রেম’। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সম্ভাবনাময় নায়িকা মাহি। ২০ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং চলবে একটানা।

ছবিতে একসঙ্গে দুটি ছেলের সঙ্গে প্রেম করতে দেখা যাবে  মাহিকে। এই দুটি চরিত্রে অভিনয় করবেন সায়মনআলেকজান্ডার বো। মাহি জানান, এর আগে এমন চরিত্রে অভিনয় করেননি। এমন গল্প তার জন্য একেবারেই নতুন।

এরই মধ্যে আলী আকরাম শুভ ও আহমেদ হুমায়ুনের সংগীতায়োজনে ছবির গান রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে।

‘ত্রিভুজ প্রেম’ ছবিটি প্রযোজনা করছে মীনা ফিল্মস।

নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন