Select Page

ছবির নাম পেলেন মৌসুমী

ছবির নাম পেলেন মৌসুমী

72431_e6কিছুদিন ধরে শোনা যাচ্ছিল নায়িকা মৌসুমী তৃতীয়বারের মতো ছবি পরিচালনায় আসছেন। একই সাথে এটি হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় শততম ছবি। ছবি নির্মাণের কথা মৌসুমী স্বীকার করলেও এতদিন ছবির নাম জানাতে পারেননি। সম্প্রতি মিলে গেছে ছবির নাম।

নতুন এই ছবির নাম ‘স্ক্যান্ডাল’।

ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিপিবদ্ধ করেছেন তিনি। বর্তমানে চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। ‘স্ক্যান্ডাল’ নামটি পছন্দ হওয়ায় মৌসুমী নামটি চূড়ান্ত করে আনুষঙ্গিক কাজ গুছিয়ে আনছেন। চিত্রনাট্য রচনার পর পরই শুরু হবে শিল্পী নির্বাচন।

মৌসুমী জানান, সমসাময়িক ঘটনা নিয়ে সুন্দর একটি ছবি উপহার দেয়ার ইচ্ছা আছে তার।

সূত্র: মানবজমিন


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares