Select Page

ছবি বিনিময়ে পক্ষপাতি নন মিশা

ছবি বিনিময়ে পক্ষপাতি নন মিশা

5217d39a4c8e5-Untitled-1মিশা সওদাগর রেকর্ড সংখ্যক আটশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসার সাথে পেয়েছেন জাতীয় পুরষ্কার। এইবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি ছবিতেই তিনি অভিনয় করেছেন। হয়েছেন প্রশংসিত। সাংগাঠনিকভাবে জড়িত শিল্পী সমিতির সাথে।

সাম্প্রতিক অতি আলোচিত ভারতীয় ছবি আমদানি প্রসঙ্গে কথা বলেছেন একটি সংবাদ মাধ্যমের সাথে। প্রশ্নের জবাবে তার উত্তর ছিলো নেতিবাচক।

তিনি বলেন, আমি এখনো বিনিময়ে পক্ষপাতী নই। তবে যৌথ প্রযোজনার ছবি তৈরি হতে পারে। এতে করে আমাদের শিল্পীদের ওপার বাংলার দর্শকেরা চিনতে শুরু করবে। কলকাতার বেশির ভাগ ছবির বাজেট ১৫ থেকে ২০ কোটি রুপি। সেখানে আমাদের দেশের ছবিগুলোর বাজেট মাত্র এক থেকে দেড় কোটি টাকা। আমাদের আরও এগোতে হবে। তাই আমি এখনই ছবি বিনিময়ের পক্ষপাতী নই।

সুত্র: প্রথম আলো


ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares