Select Page

ছাড়পত্র পেল ‘বাপজানের বায়স্কোপ’

ছাড়পত্র পেল ‘বাপজানের বায়স্কোপ’

BapjanBG_865460876

রিয়াজুল রিজু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’ সেন্সর ছাড়পত্র পেল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)। ২৬ আগস্ট সিনেমাটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। তখন বোর্ড দুটি শব্দ ও একটি দৃশ্যের কয়েক সেকেন্ড কর্তনের নির্দেশ দেয়। নির্দেশনা মেনে পুনরায় জমা দিয়ে ছাড়পত্র পান পরিচালক।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন অনুষঙ্গ বায়স্কোপকে আশ্রয় করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। চরভাগিনার সমস্ত মানুষের কাছে বাবার শেষ সম্বল বায়স্কোপর মাধ্যমে ১৯৭১ সালে ঘটে যাওয়া তার পরিবার ও চরভাগিনার সত্য ঘটনা তুলে ধরে হাসেন।

সেন্সর সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন।

মাসুম রেজার কাহিনী ও সংলাপে ‘বাপজানের বায়স্কোপ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মইনউদ্দিন, সানজিদা তন্ময়, মৌটুসি, তারেক বাবু, আমিরুল ইসলাম, ডলার, আহমেদ হিমু, কিশোরী নাহিন প্রমুখ।

কারুকাজ ফিল্মসের ব্যানারে ছবিটি শিগগিরই মুক্তি পাবে।


মন্তব্য করুন