Select Page

ছাড়পত্র পেল দিতির আরো এক ছবি

ছাড়পত্র পেল দিতির আরো এক ছবি

ditiপ্রয়াত দিতি অভিনীত ‘যে গেল্প ভালোবাসা নেই’ সম্প্রতি আনকাট সেন্সর পেল। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রয়েল খান পরিচালিত ‘যে গেল্প ভালোবাসা নেই’কে দিতির সর্বশেষ সিনেমা হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা। এতে আরো অভিনয় করেছেন ফিরোজ শাহী, সুমিত, তানহা মৌসুমী, ইশারা, মিশা সওদাগর, শিরিন বকুল প্রমুখ।

ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। তবে এতদিন বিভিন্ন কারণে সেন্সরে জমা ও মুক্তি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জনান।

‘যে গেল্প ভালোবাসা নেই’ প্রসঙ্গে অভিনেতা ফিরোজ শাহী বলেন, ‘ছবিটি অনেকদিন ধরেই মুক্তির পরিকল্পনা করছিলাম আমরা। কিন্তু বিভিন্ন কারণে সম্ভব হচ্ছিল না। অবশেষ ছবিটি আনকাট সেন্সর পেল।’

তিনি আরো বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে দিতি আপার সাথে এই ছবিটিতে কাজ করতে পেরেছি। খুবই ভালো লাগতে তিনি যদি এই সময় থাকতেন। অনেক স্মৃতি জমা হয়েছে ছবিটি করতে গিয়ে। কখনও ভাবিনি ছবিটি দিতি আপার সাথে একসাথে বসে দেখতে পাবো না। আমার প্রথম চলচ্চিত্র তার আশীর্বাদেই শুরু। অথচ তিনি নেই! তার আত্মার শান্তি কামনা করছি।’


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares