Select Page

ছাড়পত্র পেল ‘পাসওয়ার্ড’, টার্গেট ২০০ হল

ছাড়পত্র পেল ‘পাসওয়ার্ড’, টার্গেট ২০০ হল

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘পাসওয়ার্ড’। শাকিব খান প্রযোজিত সিনেমাটির পরিচালক মালেক আফসারী। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন।

ছবির অন্য প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, রোববার ছাড়পত্র পাওয়া ‘পাসওয়ার্ড’ এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রায় ১০০টির মতো হল ইতোমধ্যে বুকিং শেষ। তবে ২০০ হলের  লক্ষ্য নিয়েই তারা কাজ করছেন।

‘পাসওয়ার্ড’র গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে। যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনি এগুবে।

ছবিতে আরও আছেন ইমন, মিশা সওদাগর।

‘হিরো দ্য সুপারস্টার’ ছবির পর দ্বিতীয়বারের মতো সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। তাই ছবিটি নিয়ে ভক্ত দর্শকদের মধ্যে উন্মাদনাও বেশি। সম্প্রতি ছবির গানের শুটিং হয়েছে তুরস্কে। এই প্রথম বাংলাদেশের কোনো গানের শুটিং হলো সেখানে।

শিগগিরই ছবির প্রচার শুরু হবে অনলাইনে। প্রকাশ পাবে ছবির টিজার-ট্রেলার ও গান। ছবিতে রয়েছে ‘ঈদ মুবাররক’ শিরোনামের একটি গান। এর কোরিয়গ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার পবন শেঠি ও বব।


মন্তব্য করুন