Select Page

ছাড়পত্র পেল ‘হরিজন’

সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের ছবি ‘হরিজন’।

শুটিং, ডাবিং, সম্পাদনা এবং অনুদান কমিটি প্রর্দশন শেষে গত ৯ জুলাই ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

ছবিতে অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মামুনুর রশীদ, শুভরাজ, মির্জা আফরিন, মাহমুদ সাজ্জাদ, ইকবাল বাবু, কিনা, সৃষ্টি, আরজুমান্দ আরা বকুলসহ আরও অনেকে।

ছবিটির শুটিং হয়েছে টাঙ্গাইল ও ঢাকার হরিজন পল্লীসহ বিভিন্ন স্থানে।

সুত্র: দৈনিক ইত্তেফাক


মন্তব্য করুন