Select Page

ছাড়পত্র পেল ‘হেডমাস্টার’

ছাড়পত্র পেল ‘হেডমাস্টার’
subornaবিনা কর্তনে ছাড়পত্র পেল ‘হেডমাস্টার’। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবির একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরজু

ঝন্টুর প্রতিষ্ঠান মুভিবাজারের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, বন্যা মির্জা ও বিথি সরকার।

সিনেমাতে দেখা যাবে, গ্রামের এক স্কুলের প্রধান শিক্ষকের (আলমগীর) বাড়িতে গৃহকর্মীর কাজ করে লতিফা (বন্যা মির্জা)। সারাবেলা ঘরকন্না সামলে রাতে সে আলমগীরের কাছে পড়তে বসে। লতিফা স্নাতক পাস করে। এরপর সে ফিরে যায় নিজের গ্রামে। একদিন প্রধান শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দেখেন, লতিফা শিক্ষামন্ত্রী হয়েছে।

এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আনোয়ার জাহান ঝন্টু।


মন্তব্য করুন