ছাড়পত্র পেল ‘১০০ কোটি টাকার’ ছবি, দর্শক দেখবে তো?
চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’ নিয়ে বড় খবর হলো, ১০০ কোটি টাকা বাজেটের আন্তর্জাতিক মানের সিনেমা এটি। কিন্তু বাজেটই কি ছবি সফল হওয়ার জন্য বড় কথা? অভিনয় তো বাজেট দিয়ে আদায় করা যায় না, তার কতটা দেখা যাবে এ ছবিতে? এমন প্রচারণা সেই প্রশ্নই চোখের সামনে ঝুলিয়ে দিল।
আগামী কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এজন্য সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে আলোচিত এই সিনেমা। ফলে মুক্তিতে আর কোনো বাধা রইল না।
রবিবার (৫ জুন) ছাড়পত্র হাতে পেয়েছেন বলে জানান অনন্ত। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। আনকাট সনদও পেলাম। তাই বলা যায়, ভক্তদের অপেক্ষার অবসান হতে চলেছে। কোরবানির ঈদেই এটি দেখতে পারবেন তারা।’
১০০ কোটি টাকার প্রচারের পাশাপাশি এর আগে অনন্ত জানিয়েছেন এ সিনেমা ৮০টি দেশে ৫টি ভাষায় মুক্তি পাবে। কিছুদিন আগে এক অনুষ্ঠানে তিনি এও বলেছিলেন, এ ছবির জন্য ঈদের বাজারে সব হলই দরকার।
‘দিন দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। এই জুটি আগেও কিছু কাজ করেছেন। তবে গত ৭ বছরে তাদের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। সে হিসেবে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরছেন তারা।
এই সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ইরানের মূর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এতে আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।