Select Page

ছুঁয়ে দিলে মন কেন বৈশাখে

ছুঁয়ে দিলে মন কেন বৈশাখে

fe4bf21eafc21fb8fe7b044171df1d59-20ফেব্রুয়ারীতে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ছুঁয়ে দিলে মন ছবির মুক্তির পরিকল্পনা চলছিল। প্রচার প্রচারণা শেষে ফেব্রুয়ারী দ্বিতীয় সপ্তাহে ছবি মুক্তির কথা শোনা গেলেও পিছিয়ে গিয়েছে মুক্তির তারিখ। ফেব্রুয়ারী নয়, এপ্রিলে বৈশাখে মুক্তি পাবে বলে জানিয়েছে ছবির নির্মাতা।

কেন পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ? দুটো কারণ চিহ্নিত করেছেন পরিচালক শিহাব শাহীন। প্রথমত, দেশের রাজনৈতিক স্থবিরতা। প্রচার প্রচারনার প্রস্তুতি নেয়া শুরু করতেই দেশের পরিস্থিতি পাল্টে গিয়েছে, জনজীবনে এখন স্থবিরতা। দ্বিতীয় কারণটি হল ফেব্রুয়ারীতে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপ। দর্শক মেতে থাকবে ক্রিকেটে – এই আশঙ্কায়ই ছবির মুক্তি পিছিয়ে বৈশাখ মাস নির্ধারণ করা হয়েছে।

শিহাব শাহীন পরিচালিত ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করেছেন আরেফিন শুভমম। ছবিটির অডিও ও ভিডিও গান ইতোমধ্যেই দর্শকের দৃষ্টি আকর্ষন করেছে।


মন্তব্য করুন