Select Page

ছোটপর্দায় দেখুন ‘ভয়ংকর সুন্দর’, আসবে অনলাইনেও

ছোটপর্দায় দেখুন ‘ভয়ংকর সুন্দর’, আসবে অনলাইনেও

ঈদুল ফিতরে ছোটপর্দায় মুক্তি পাচ্ছে অনিমেষ আইচের চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’। আশনা হাবিব ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত এ ছবিটি আরটিভিতে দেখানো হবে। আর টিভিতে প্রচারের পরপরই এটা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।

ঈদের দিন বেলা ২টায় টিভিতে এটি প্রচার হবে। আর বিকাল থেকে দেখা যাবে ইউটিউবে।

‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিটি ২০১৭ সালের ৪ আগস্ট সারাদেশে মুক্তি পায়। এরপর বিদেশের মাটিতেও এটি অনেকে দেখেছেন।

মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ঙ্কর সুন্দর’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। সিনেমায় ভাবনা ও পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’র পর এটি নির্মাতা অনিমেষ আইচের দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি।ভাবনা ও পরম


মন্তব্য করুন