Select Page

ছয় হলে ইমন-রেহনুমার ‘লকডাউন লাভ স্টোরি’

ছয় হলে ইমন-রেহনুমার ‘লকডাউন লাভ স্টোরি’

বরাবরের মতো কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই শুক্রবার (২৫ মার্চ) আরেকটি ছবি মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া।

লকডাউন লাভ স্টোরি‘ নামের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল। অভিনয় করেছেন ইমন,রেহনুমা মোস্তফাসহ আরো অনেকে।

করোনা নিয়ে এটিই ঢাকায় নির্মিত প্রথম ছবি।

ছয়টি হলে দেখা যাচ্ছে ‘লকডাউন লাভ স্টোরি’। হলগুলো হলো— ঢাকায় ব্লক বাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, চিত্রামহল সিনেমা – ইংলিশ রোড়, গীত সিনেমা – ধোলাই পাড়, সেনা সিনেমা – বনানী এবং ঢাকার বাইরে নন্দিতা – সিলেট ও শঙ্খ – খুলনা।

চলচ্চিত্র গত ১৮ মার্চ শাপলা মিডিয়ার সিনেবাজ অ্যাপে রিলিজ হয়েছে।

শাপলা মিডিয়া কম বাজেটে ১০০ সিনেমার ঘোষণা দেয় বছর দেড়েক আগে। এরপর থেকে আগাম কোনো প্রচার ছাড়াই কিছু ছবি মুক্তি পেতে দেখা গেছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares