Select Page

জন্মদিনের অনুষ্ঠান ও ‘নবাব এলবিবি’র শুটিং স্থগিত

জন্মদিনের অনুষ্ঠান ও ‘নবাব এলবিবি’র শুটিং স্থগিত

শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। কয়েক বছর ধরে দিনটি ভক্তদের আয়োজন কিংবা কাছের মানুষের সঙ্গে জমকালো আয়োজনে হাজির করা হচ্ছে।তবে এবার করোনা ভাইরাসে কারণে জন্মদিনের কোনও আয়োজনে অংশ নেবেন না শাকিব।

এমনকি ছবি ‘নবাব: এলএলবি’-সহ কোনও ছবির শুটিংয়েও যাচ্ছেন না তিনি।

বাংলা ট্রিবিউনকে শাকিব বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই সময় ঘটা করে জন্মদিন পালন করাটা বেমানান। তাই এবারে কোনও আয়োজনে শরিক হবো না। আগামী সপ্তাহ থেকে ঈদের ছবির শুটিং করারও কথা ছিল। সেটিও স্থগিত করেছি। জরুরি কাজ ছাড়া আমি বাইরে যাচ্ছি না। বলা যায়, বাসাতেই আছি। ভক্ত ও দর্শকের আহ্বান জানাই, তারাও যেন বাসাতেই থাকেন। ভাইরাসটিকে প্রতিরোধের সব পদক্ষেপ নিতে হবে। শুধু নিজেকে নয়, আশপাশের সবাইকে সচেতন করতে হবে।’

‘নবাব: এলএলবি’ নির্মাণ করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। বিপরীত অভিনয় করবেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।

এদিকে ঈদুল ফিতরে শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শাহীন সুমন।


মন্তব্য করুন