Select Page

জন্মদিনে তাহসানের নতুন গান (লিরিক্যাল ভিডিও)

জন্মদিনে তাহসানের নতুন গান (লিরিক্যাল ভিডিও)

১৮ অক্টোবর সংগীতশিল্পী তাহসান খানের জন্মদিন। দিনটি আরও স্মরণীয় করে রাখতে তাঁরই গাওয়া নতুন একটি গানের লিরিক ভিডিও মুক্তি পেল ইউটিউবে। গানের নাম ‘ছায়ানীল’।

দ্বৈত এই গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রাবন্তী সাহা। এটি লিখেছেন অটলমন মুন। এর সুর ও সংগীত করেছেন নাহিদ নোমান।

এই সংগীতশিল্পী বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান গানটি প্রকাশের জন্য বিশেষ দিন হিসেবে আমার জন্মদিনকে বেছে নিয়েছে। এটি আমার জন্য সম্মানের ও আনন্দের।’


মন্তব্য করুন