Select Page

জন্মদিনে বিপাশা

জন্মদিনে বিপাশা

বিপাশা হায়াতের জন্মদিন বৃহস্পতিবার। দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন বলে জানা গেছে। ঘরোয়া আবহেই কাটাবেন দিনটি। শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত বিপাশা গত পয়লা বৈশাখে গান গেয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনে। এরপর চলেছে দীর্ঘ বিরতি।

নতুন বিজ্ঞাপনে মডেল হয়ে আবারও দর্শকদের সামনে আসছেন নন্দিত এই অভিনেত্রী। একটি বহুজাতিক কোম্পানির নুডলসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা ও নাট্য পরিচালক নজরুল ইসলাম রাজু। পরিচালক জানান, বিপাশা হায়াতের নতুন বিজ্ঞাপনটি চলতি মাসেই দেশের প্রায় সবকটি চ্যানেলে প্রচারে আসার কথা।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares