Select Page

জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা: ‘মাসুদ রানা’ হচ্ছেন সুমন

জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা: ‘মাসুদ রানা’ হচ্ছেন সুমন

জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ হচ্ছেন এবিএম সুমন— এ গুঞ্জন অনেক দিনের। এবার নায়কের জন্মদিনের এলো আনুষ্ঠানিক ঘোষণা। এই হলো বিশেষ দিনে নায়কের জন্য উপহার।

জাজের ফেসবুক পেজে বুধবার বলা হয়, আনন্দের সঙ্গে ঘোষণা করা হচ্ছে হলিউড প্রডাকশন ‘এমআর নাইন’-এ মাসুদ রানা হচ্ছেন এবিএম সুমন। করোনাভাইরাস প্রাদুর্ভাব পরবর্তী সময়ে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হবে।

আরও বলা হয়, কয়েক মাস অডিশনের পর সুমনকে চূড়ান্ত করা হয়। বাছাই প্রক্রিয়ায় অংশ নেন ১২ হাজারে’র বেশি প্রতিযোগী।

এ দিকে কয়েক দিন আগে জানা যায়, মাসুদ রানার অন্যতম নারী সঙ্গী নবনীতা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রামের মেয়ে সৈয়দা তৌহিদা হক অমনি।

এই সিরিজের জন্য সেবা প্রকাশনী ও কাজী আনোয়ার হোসেনের কাছ থেকে ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ।

জাজ জানিয়েছিল, সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের সিলভারলাইন। ‘মাসুদ রানা’র বাজেট ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। শুটিং হবে বেশ কয়েকটি দেশে। পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। ওই সময় কয়েকজন হলিউড ও বলিউড অভিনেতার নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন হলিউডের মিকি রকে, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্টড, মাইকেল পেয়ার, ভারতের বক্সিং তারকা গ্রেট খালিসহ অনেকে। টেকনিশিয়ান হিসেবে হলিউডের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।


Leave a reply